বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সা-কদমবাড়ি সড়কের পশ্চিম পাশে সন্ধ্যা নদীর তীর দখল করে নির্মিত অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে আগৈলঝাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতিমা আজরীন তন্নী পুলিশ প্রশাসনের সহায়তায় অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং স্থাপনার মালিক সোহাগ মিয়াকে অর্থ দণ্ড দেন।
সহকারী কমিশনার ফাতিমা আজরীন তন্নী জানান, উপজেলা সমবায় অফিস থেকে “সত্যের সন্ধানে’ নামে একটি সমবায় সমিতির রেজিস্ট্রেশন নিয়ে সন্ধ্যা নদীর তীর দখল করে ওই সমিতির নামে অবৈধভাবে অবকাঠামো নির্মাণ শুরু করেন সমিতির সভাপতি সোহাগ মিয়া।
পরে খবর পেয়ে উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালিয়ে ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং অবৈধ দখলদার সোহাগ মিয়াকে সরকারি কাজে বাধা দেয়ায় ৫শ’ টাকা জরিমানা করে সতর্ক করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন