তৃণমূল মানুষের কাছে জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে পাবনার আটঘরিয়ায় অনুষ্ঠিত হয়েছে জনতার মুখোমুখি উপজেলা পরিষদ শীর্ষক এক ব্যতিক্রমী অনুষ্ঠান। আজ বুধবার সকালে আটঘরিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্থানীয় উপজেলা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
সেখানে উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম উপজেলা প্রশাসন, পুলিশ এবং পরিষদের সকল উর্ধতন কর্মকর্তাদের সাথে নিয়ে মুখোমুখি হন স্থানীয় সাধারণ জনতার। পরিষদের চেয়ারম্যান গোপন বাক্সে, ফেসবুক এবং সরাসরি জনতার অভিযোগ গ্রহণ করেন ও জবাব দেন।
স্থানীয়রা কৃষি, স্বাস্থ্য সংকট, অবৈধ দখলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়ম সরকারি প্রকল্পে দুর্নীতি, বঞ্চনা ও হয়রানির নানা চিত্র তুলে ধরে সরাসরি প্রশ্ন করেন উপজেলা প্রশাসন ও পরিষদকে। নিজ অবস্থান থেকে বক্তব্য তুলে ধরে সমাধানের আশ্বাস দেন উপজেলা চেয়ারম্যান। প্রতি ছয়মাস অন্তর উপজেলা পরিষদের কার্যক্রম মূল্যায়নে জনতার মুখোমুখি হবেন তিনি।
বিডি-প্রতিদিন/শফিক