শরীয়তপুরের জাজিরা উপজেলায় জালনোটসহ দুইজনকে আটক করেছে র্যাব-৮। বুধবার (১১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার হাওলাদারকান্দি গ্রামের মাঝিরঘাট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক মো. নাসির উদ্দিন (৪৫) নড়িয়া উপজেলার চাকধ গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে ও মিলন বাড়ৈ (৩৫) একই গ্রামের মুকুন্দ চন্দ্র বাড়ৈর ছেলে।
র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, নাসির ও মিলনকে জালনোটসহ হাতে নাতে আটক করা হয়। এ সময় আটককৃতদের থেকে ৬০০টি ১০০ টাকার জালনোট মোট ৬০ হাজার টাকা, জালনোট বিক্রিত নগদ ১ হাজার ৭৯০ টাকা এবং ব্যবসার কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন, চারটি সীমকার্ড উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটককৃতরা পেশাদার জালনোট ব্যবসায়ী এবং তারা দীর্ঘদিন যাবৎ শরীয়তপুর জেলার বিভিন্ন থানায় জালনোট বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। তাদের জাজিরা থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে থানায় একটি স্পেশাল পাওয়ার এ্যাক্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ