বগুড়ার আদমদীঘি উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ আতোয়ার হোসেনকে থানা পুলিশ গ্রেফতার করেছে। বুধবার রাতে আদমদীঘির সান্তাহার পৌর শহরের সদর রোড় এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।
বগুড়ার আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে পরিকল্পিতভাবে ২০১৮ সালের ২১ ডিসেম্বর রাতে এক বৈঠক করে তারা। বৈঠক শেষে আদমদীঘির কালিবাড়ি মন্দিরের সামনে মহাজোটের প্রার্থী অ্যাড. নুরুল ইসলাম তালুকদারের নির্বাচনী অফিসে আগুন ধরিয়ে দিয়ে নাশকতা সৃষ্টির ঘটনায় দায়েরকৃত মামলায় পলাতক আসামি ছিলো আতোয়ার। বৃহস্পতিবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সে সান্তাহার পৌর শহরের রথবাড়ী এলাকার বাসিন্দা মৃত ইব্রাহিম হোসেনের ছেলে।
বিডি-প্রতিদিন/শফিক