আগামী ২১ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ভোলায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এ কথা জানান।
এসময় তিনি বলেন, নজরুল ইনস্টিটিউট এবং সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে জাতীয় নজরুল সম্মেলনের আয়োজন করা হয়েছে। তিন দিনের অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নজরুল জীবন পরিক্রমা তথ্যচিত্র প্রদর্শনী, প্রশিক্ষণ, কবিতা পাঠ, পুরস্কার বিতরণ।
জেলা প্রশাসক আরও জানান, ২১ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সাবেক সচিব এম মোকাম্মেল হক।
সংবাদ সম্মেলন আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, ভোলা প্রেস ক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন