ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ইটভাটার মাটি বহনকারী ট্রলিচাপায় শাহ আমিন মিনা (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার চতুল ইউনিয়নের বিশ্বাসপুর বাবুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিন রাজাপুর গ্রামের দিনমজুর ছত্তার মিনার ছেলে। সে স্থানীয় শাহ জাফর টেকনিক্যাল কলেজের এইচএসসির (বিএম) শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বিকেলে শাহ আমিন বাবুর বাজারের একটি চাল কল থেকে ধান মাড়াই করে বাইসাইকেল যোগে পাশের রাজাপুর গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। পথেমধ্যে মাটি বহনকারীর কাজে ব্যবহৃত একটি ট্রলি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আমিনের বাবা ছত্তার মিনা জানান, অভাবের সংসারে তার ছেলেকেও অনেক সময় দিনমজুরের কাজ করতে হতো। ছেলেটি পড়া-লেখায় ভালো হওয়ায় তাকে ঘিরে আমাদের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ছিল। কিন্তু সে স্বপ্ন আজ বিলীন হয়ে গেল।
কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন বলেন, আমিন এ বছর দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিল। ছেলেটি অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। তাই এমন মৃত্যু মেনে নেওয়া খুবই দুঃসহ ব্যাপার। আমরা এ ঘটনায়
দোষীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে ইউএনও ঝোটন চন্দ বোয়ালমারী হাসপাতালে তার মরদেহ দেখতে যান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন