প্রবেশপত্রে ছবি পাল্টে নিয়োগ পরীক্ষা দিতে এসে ঠাকুরগাঁওয়ে ২ জন আটক এবং পরীক্ষাকেন্দ্র মোবাইল সাথে রাখার দায়ে ১ জনকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার সকাল ১১টার সময় ঠাকুরগাঁও জেলার ৫৩টি ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষা চলাকালীন ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
পরে দুই ভুয়া পরীক্ষার্থীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর ইউএনও আব্দুল্লাহ আল মামুন।
দণ্ডপ্রাপ্তরা হলেন দিনাজপুর জেলার মতিউর রহমানের ছেলে আতিকুর রহমান (২৯) ও রমেশ চন্দ্র রায়ের ছেলে শ্রী লিটন চন্দ্র রায় (২৬)। তারা দুজনেই বেসরকারি চাকুরিতে কর্মরত। বহিষ্কৃত পরীক্ষার্থী হলেন মিলন শর্মা। তার বাড়ী বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের গোয়ালকারী গ্রামে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর ইউএনও আব্দুল্লাহ আল মামুন জানান, প্রবেশপত্র যাচাইয়ের সময় আবেদনপত্রের ছবির সাথে প্রবেশপত্রের ছবির মিল না থাকায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় দণ্ডপ্রাপ্ত ২ জন ভুয়া পরীক্ষার্থী টাকার বিনিময় প্রক্সি পরীক্ষা দিতে এসেছেন বলে স্বীকার করেন। অপরজনকে মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে মোবাইল রাখার দায়ে বহিষ্কার করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা