ময়মনসিংহের হালুয়াঘাটে চক্ষু রোগীদের চিকিৎসার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ফ্রি চক্ষু ক্যাম্প ও ছানিপড়া রোগীদের বিনামূল্যে চক্ষু অপারেশন বাছাই কার্যক্রম। রবিবার সকালে উপজেলার ডি.এস. আলিম মাদরাসা মাঠে ওমর ফাউন্ডেশনের উদ্যোগে ও আর্থিক সহযোগিতায় এই ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা বিএনপি সাবেক সভাপতি অধ্যাপক একেএম এনায়েত উল্লাহ কালাম। সভাপতিত্ব করেন ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব সালমান ওমর রুবেল। দিনব্যাপী এ ফ্রি চক্ষু ক্যাম্পের আওতায় উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন বয়সী প্রায় ৫ হাজার রোগীকে প্রাথমিক চিকিৎসা ও ৬৫০ জনকে চশমা প্রদান করা হয়। এছাড়াও ক্যাম্পে বাছাইকৃত চোখে ছানি পড়া ৮০৫ জন রোগীকে ময়মনসিংহ বি.এন.এস.বি চক্ষু হাসপাতালে চোখের ছানি অপারেশন করাসহ যাবতীয় খরচ বহন হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনা পরিচালক।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আ.ন.ম. সাদেকুর রহমান নঈম, হানিফ মো. শাকের উল্লাহ, আসলাম মিয়া বাবুল, মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আব্দুল হাই প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক