জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে নীলফামারীতে তিন লাখেরও বেশি শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে আগামী ১১ জানুয়ারি। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলার ১৫৮৭টি কেন্দ্রে একযোগে দুই রঙ’র ক্যাপসুল খাওয়ানো হবে শিশুদের।
এজন্য ৩১৭৪ জন স্বেচ্ছাসেবক, ৫৪৯ জন তদারককারী এবং ১৯১ জন প্রথম সারীর সুপারভাইজার দায়িত্ব পালন করবেন।
বুধবার দুপুরে নীলফামারী আধুনিক সদর হাসপাতালের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। এতে ব্রিফ করেন সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মণ।
এ সময় সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার আবু হেনা মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।
আবু হেনা মোস্তফা কামাল বলেন, জেলায় ৩ লাখ ১৪২জন শিশুর মধ্যে ৬-১১ মাস বয়সী রয়েছে ২৯ হাজার ৮১৪জন এবং ১২-৫৯ মাস রয়েছে ২ লাখ ৭০ হাজার ৩২৮ জন। ১১ মাস পর্যন্ত বয়সীদের ‘নীল রঙ’ এবং ৫৯ মাস পর্যন্ত বয়সীদের ‘লাল রঙ’ এর ক্যাপসুল খাওয়ানো হবে এদিন।
সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মণ বলেন, এবারই প্রথম অনলাইনে ‘অ্যাপস’ এর মাধ্যমে তদারক করা হবে সারাদিনের কর্মসূচি। পর্যবেক্ষণ স্থল থেকেই দেয়া হবে তথ্য। তিনি বলেন, এটি ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ড।
মতবিনিময় সভায় বিভিন্ন গণমাধ্যমে দায়িত্বরত প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম