বরিশালে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় কোতয়ালী মডেল থানার চত্ত্বরে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান প্রায় ৩শ' শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় তিনি শীতার্ত মানুষের গায়ে শীতবস্ত্র জড়িয়ে দেন।
শীতবস্ত্র বিতরণকালে পুলিশ কমিশনার ছাড়াও অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম, উপ-কমিশনার আবু রায়হান মো. সালেহ, মোক্তার হোসেন ও জাহাঙ্গীর মল্লিক এবং কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার