কুমিল্লার বুড়িচংয়ে মোটরসাইকেলের ধাক্কায় সেকান্দর আলী (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে উপজেলার কাবিলা এলাকায় রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় আহত হন তিনি। এরপর এদিন সন্ধ্যায় কুমিল্লা নগরীর একটি প্রাইভেট হাসপাতালে মারা যান তিনি।
নিহত সেকান্দর আলী জেলার বরুড়া উপজেলার আদমসার পূর্বপাড়া এলাকার মৃত বক্স আলীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম মিয়াজী এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ কুমিল্লা নগরীর একটি হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার