বরিশালে ৩ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পৌষ মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যার পর নগরীর জগদিস সারস্বত গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে প্রদীপ প্রজ্জ্বলন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরী।
জেলা রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নুর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। আলোচক ছিলেন কবি, নাট্যকার অধ্যাপক নজমুল হোসেন আকাশ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বরিশাল পঙ্কজ রায় চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন জগদীশ সারস্বত গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. শাহ্ আলম।
আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিরা পৌষ মেলা উপলক্ষে অনুষ্ঠিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অতিথিরা মেলার ২৩টি স্টল ঘুরে দেখেন। সমাপনী অনুষ্ঠান উপলক্ষ্যে মেলা প্রাঙ্গনে আবৃত্তি, গান, নৃত্য ও নাটকসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
গত ১১ জানুয়ারী সারস্বত স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে তিন দিনব্যাপী পৌষ মেলার আয়োজন করে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ বরিশাল জেলা শাখা। ওইদিন সন্ধ্যায় সিটি মেয়র সাদিক আবদুল্লাহ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন মেলার উদ্ভোধন করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার