পঞ্চগড়ে গত কয়েকদিন ধরে অব্যাহত শীতের দাপটে স্থবির হয়ে পড়েছে জনজীবন। মঙ্গলবার সকাল ৮টা থেকে সূর্যের মুখ দেখা গেলেও কমছে না শীতের তীব্রতা। আর তপামাত্রা ওঠা-নামায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন জেলার নিম্ন আয়ের মানুষগুলো।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের মধ্যে আবারো সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই দিন সকাল ৬টায় রেকর্ড করা হয় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা তিন ঘণ্টার ব্যবধানে দশমিক ৬ ডিগ্রি কমে যায়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন