টেকনাফ উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল মনসুর, জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শফিক মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফেরদৌস আহমদ জমিরী, মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, জেলা আওয়ামী লীগ সদস্য সোনা আলী, সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি জহির হোসেন এমএ, বাহারছড়া ইউপি চেয়ারম্যান মাওলানা আজিজ উদ্দিন, হ্নীলা ইউপির চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার আবছার উদ্দিন, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রানু আক্তার, উপজেলা কমিনিউটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক আবুল কালামসহ বিজিবি ও কোস্টগার্ডের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পাসপোর্ট ভেরিফিকেশনের নামে হয়রানি এবং হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নে ইয়াবা ব্যবসা বৃদ্ধি পেয়েছে।
বক্তরা আরও বলেন, মাদকবিরোধী অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের দমনের পাশাপাশি নিরীহ কোনও মানুষ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে সর্তক থাকার আহ্বান জানান।
এছাড়া মানবিক কারণে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের চলাফেরা নিয়ন্ত্রণে আনার দাবি জানানো হয়।
বিডি প্রতিদিন/কালাম