বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে।
আজ মঙ্গলবার সকালে গাজীপুর জেলা শহরের শহীদ বরকত স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: শাহীনুর ইসলাম।
গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদ গাজীপুর জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হক, গাজীপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এডভোকেট মো: ওয়াজউদ্দিন মিয়া, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদস্য মো: আব্দুল হাদী শামীম, জয়দেবপুর পিটিআই এর সুপারিনটেনডেন্ট মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার, গাজীপুরের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আবু ইউসুফ খান প্রমুখ।
খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ছেলেদের ৬টি এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে মেয়েদের ৬টি সহ জেলার ১২টি দল অংশ নিচ্ছে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় কালিয়াকৈরের রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় টঙ্গীর পাগার সরকারি প্রাথমিক বিদ্যালয়কে গোলে পরাজিত করে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ