১৭ জানুয়ারি, ২০২০ ১৮:৩৩

টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড অভিযান চালিয়ে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে। এসময় তার কাছ থেকে সাড়ে ৯ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত নারী হলেন, উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা ২৪নম্বর রোহিঙ্গা শিবিরের এলএসএসবি ব্লকের ১৮নম্বর বাসার বাসিন্দা লাল মিয়ার মেয়ে ছানোয়ারা বানু (১৯)। 

শুক্রবার(১৭ জানুয়ারি) ভোরে পৌরসভার নাইট্যং পাড়া এলাকার শরীফ মিয়ার ভাড়াবাসা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। বিকালে কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এম হামিদুল ইসলাম এ তথ্য জানান। 

তিনি জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশনের একটি বিশেষ টহলদল পৌরসভার নাইট্যং পাড়া এলাকার একটি শরীফ ভাড়াবাসা থেকে  অভিযান চালিয়ে এক রোহিঙ্গা নারী পাচারকারীকে আটক করা হয়। ঔই নারীর ভাড়া বাড়িতে তল্লাশী চালিয়ে সাড়ে ৯ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে আটককৃত নারী জানায় দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সে ইয়াবাগুলো পাচারের উদ্দেশ্যে বাসায় মজুদ করে রেখেছিল। ইয়াবাসহ আটক নারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর