১৯ জানুয়ারি, ২০২০ ১২:৪১

চরভদ্রাসনে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:

চরভদ্রাসনে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই

ফরিদপুরের চরভদ্রাসন সদর বাজারে শনিবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে গেছে। পরে স্থানীয় জনগণ ও দমকল বাহিনীর চেষ্টায় রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 

বাজারের নৈশপ্রহরী মোশারফ হোসেন বলেন, রাতে তারা বিভিন্ন স্থানে কর্তব্যরত ছিলেন। হঠাৎ বাজারের ব্যবসায়ী মনিরুল ইসলাম জিয়ার দোকানের মধ্য হতে বিকট শব্দ পেয়ে দৌড়ে এসে দোকানের ভেতরে আগুন দেখতে পান। পরে মুঠোফোনে বাজারেরর বিভিন্ন ব্যবসায়ীকে জানান। এ ঘটনার ৩০ মিনিট পর সদরপুর দমকলবাহিনীর দুটি গাড়ি ও ফরিদপুর হতে দমকলবাহিনীর একটি ইউনিট এসে সকলের সহায়তায় এক ঘণ্টা চেষ্টার পর পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ক্ষতিগ্রস্থরা হলেন মুদিমোনহারী ব্যবসায়ী মনিরুল ইসলাম জিয়া, ফরহাদ মোল্যা, হালিম শিকদার, আবুল কালাম মোল্যা, খেকন মৃধা, ঔষধ ব্যবসায়ী মো: তৌহিদুল ইসলাম তুহিন, ইলেট্রিক ব্যবসায় মো: এলাহী। এর মধ্যে খোকন, তুহিন ও কালামের দোকানের কিছু মালামাল উদ্ধার করা হলেও বাকী কয়জনের মালামাল বের করা সম্ভব হয়নি। 

ফরিদপুর দমকলবাহিনীর সহকারী পরিচালক মো: নিজামুদ্দীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এতে নগদ অর্থ সহ ৭০ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি হয়েছে। 

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা ঘটনা স্থলে আসেন ও ক্ষতিগ্রস্থদের খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোতালেব হোসেন মোল্যা, সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: কাউসার হোসেন প্রমূখ।  


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর