নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জালকুরিস্থ নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের আশেপাশে অভিযান চালিয়ে ৮৮টি পাসপোর্টসহ চার দালালকে আটক করেছে সিআইডি পুলিশ।
আজ রবিবার দুপুর ১২টায় সিআইডি পুলিশের নারায়ণগঞ্জ জেলার সহকারি পুলিশ সুপার হারুন-অর-রশিদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় সিআইডি পুলিশ ৮৮টি পাসপোর্ট, ৩টি এনআইডি কার্ড, ৬০৫টি পাসপোর্ট এর ডেলিভারি চালান, সরকারি বিভিন্ন দপ্তরের প্রথম শ্রেণির কর্মকর্তাদের ১০টি ভুয়া সিল উদ্ধার করে।
এ বিষয়ে বিস্তারিত সাংবাদিকদের পরে জানানো হবে বলে জানিয়েছেন সিআইডি পুলিশের নারায়ণগঞ্জের সহকারি পুলিশ সুপার মো. হারুন-অর-রশিদ।
বিডি প্রতিদিন/ফারজানা