প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৪তম জন্মদিন উপলক্ষে ঝিনাইদহে আলোচনা সভা ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে।
রবিবার সকালে শহরের এইচ এস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে এ অুনষ্ঠানের আয়োজন করে জেলা ছাত্রদল।
এসময় জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড এস এম মশিয়ুর রহমান, সদস্য সচিব এ্যাড এম এ মজিদসহ বিএনপি, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বক্তারা, বেগম খালেদা জিয়ার নামে দায়ের করা সকল মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।
আলোচনা সভা শেষে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/কালাম