১৯ জানুয়ারি, ২০২০ ২০:১৮

ইসকনদের দেবোত্তর সম্পত্তি দখলের ঘটনায় ডিসির কার্যালয়ে জরুরি বৈঠকে কমিটি গঠন

নেত্রকোনা প্রতিনিধি

ইসকনদের দেবোত্তর সম্পত্তি দখলের ঘটনায় ডিসির কার্যালয়ে জরুরি বৈঠকে কমিটি গঠন

নেত্রকোনা শহরের মোক্তাপাড়ায় হিন্দুদের দেবোত্তর সম্পত্তি দখলের ঘটনাকে কেন্দ্র করে জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি বৈঠক ডাকা হয়েছে। 

রবিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হিন্দু সম্প্রদায়ের সকল নেতাকর্মীদের নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে জেলা প্রশাসককে সভাপতি করে পুলিশ সুপার, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদের সভাপতি সম্পাদকসহ আটজনকে নিয়ে দেবোত্তার সম্পত্তির গৌর মন্দির পরিচালনা কমিটি গঠিত হয়। 

এসময় জেলা প্রশাসক মঈনউল ইসলাম ও পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী উভয় পক্ষ (বাদী-বিবাদী) এবং ইসকন সদস্যদের বক্তব্য শুনেন। এরপর সকলের সর্বসম্মতিক্রমে এই পরিচালনা কমিটি গঠিত হয়। 

জানা গেছে, গত শুক্রবার সকালে মোক্তারপাড়া শহরের মেইন সড়কের উপরে হিন্দুদের দেবোত্তর সম্পত্তির ৯ শতাংশ জমির এক অংশে ইসকন দখল করতে ছায়ারানীর ঘরে প্রবেশ করে। পরে এই দখলকে কেন্দ্র করে ভূমি ব্যবহারকারী ও ইসকনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর