নেত্রকোনায় দুই সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৮০ বছর বয়সী মজনু খান নামের এক যাত্রী নিহত হয়েছেন।
আজ সন্ধ্যায় কেন্দুয়া আঠারবাড়ী সড়কের সাহিতপুর নামক স্থানে সাহিত পুর মতিন মিয়ার বাড়ির সামনে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা সিএনজি যাত্রী মজনুকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে প্রেরণ করলে পথিমধ্যে তিনি মারা যান।
উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামের মৃত শামসুদ্দিন খানের ছেলে মজনু খান সিএনজি করে আঠারোবাড়ি সড়কের বাশাটি গ্রামে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন।
এ ব্যাপারে নিহতের চাচাতো ভাই দেলোয়ার জাহান নিহতের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান।
কেন্দুয়া থানার ওসি মো. রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, সিএনজি চালক নিহতের এলাকারই। বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
বিডি প্রতিদিন/হিমেল