২২ জানুয়ারি, ২০২০ ১৯:৫৯

পাবনায় নদী পাড়ের বৈধ বসতিদের উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

পাবনা প্রতিনিধি

পাবনায় নদী পাড়ের বৈধ বসতিদের
উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

পাবনায় ইছামতি নদীর পাড়ের বৈধ বসতিদের উচ্ছেদ করার প্রতিবাদে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। বুধবার ইছামতি নদীর পাড়ের বৈধ বসতিদের স্বার্থ সংরক্ষণ কমিটি পাবনা প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী বিশাল মানববন্ধন করে। মানববন্ধনে নদীর পাড়ের বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ইছামতি নদী পাড়ের বৈধ বসতিদের স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি মাসুদুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আল মাসুদ রিজভি ম্যাক্সিম, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট নাজমুল হোসেন শাহীন, জাহাঙ্গীর হাসান পাভেল, আব্দুল করিম প্রমুখ।

বক্তারা বলেন, জেলা প্রশাসনের ইছামতি নদী পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে অনেকের বৈধ কাগজপত্র থাকার পরও বেশকিছু স্থানে বড় বড় স্থাপনা ভেঙ্গে দেওয়া হয়েছে। এতে ক্ষতির মুখে পড়েছে অনেক পরিবার। বক্তারা বৈধ বসবাসকারীদের উচ্ছেদ না করার দাবি জানিয়ে বলেন, ইছামতি নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রমে বৈধ বসতিরা যাতে ক্ষতিগ্রস্থ না হয় সে জন্য জেলা প্রশাসনসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। মানববন্ধন শেষে পাবনা জেলা প্রশাসকের মাধ্যমে এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। 
বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর