জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের হালদা নদীকে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) প্রস্তাবনার পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয়।
বিএফআরআই’র জানায়, গত ৭ জানুয়ারি আন্তঃমন্ত্রণালয় সভায় হালদা নদীকে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ ঘোষণার বিষয়ে কর্মকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ লক্ষ্যে বিএফআরআই বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এখন হালদা নদী সুরক্ষায় নতুন মাত্রা পাবে।
বিএফআরআই সূত্রে জানা গেছে, দেশের গুণগত মানসম্পন্ন পোনা উৎপাদন ও সামগ্রিক মৎস্যসম্পদে হালদা নদীর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। হালদা বাংলাদেশের একমাত্র জোয়ারভাটা নদী যেখানে রুই জাতীয় মাছের নিষিক্ত ডিম পাওয়া যায়। তাই হালদাকে সুরক্ষার লক্ষ্যে বিএফআরআই দীর্ঘদিন গবেষণা চালায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার