২৪ জানুয়ারি, ২০২০ ১৫:০৫

জেলের জালে ১০ মণের শাপলাপাতা মাছ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

জেলের জালে ১০ মণের শাপলাপাতা মাছ

সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদে জেলেদের জালে ধরা পড়লো ১০ মণ ওজনের বিশাল শাপলাপাতা মাছ। শুক্রবার দুপুরে দেশের বুহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রের (বিএফডিসি) ঘাটে মাছটি নিয়ে আসার পরে উৎসুক মানুষ ভীড় করে।
এর আগে শুক্রবার ভোররাতে সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদের পদ্মা এলাকায় জেলেদের  জালে মাছটি ধরা পরে। পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে মাছটি বিক্রি হয়েছে ৬৩ হাজার টাকায়।
ক্রেতা মো. রাজু বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিএফডিসি পাইকার মো. শহিদ মোল্লা জেলেদের কাছ থেকে ৬০ হাজার টাকায় মাছটি কিনে আমাদের কাছে ৬৩ হাজার টাকায় বিক্রি করেছেন। তিনি জানান, এ মাছটি কেটে বিক্রি করা হবে। তাতে ৮০ হাজার টাকায় বিক্রি করতে পারবেন বলে তিনি আশা করেন।
বিডি প্রতিদিন/আল আমীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর