বগুড়ার ধুনট উপজেলায় নকল সার তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিভিন্ন নামি-দামি কোম্পানির প্যাকেট ও সরঞ্জামাদিসহ আবুল হোসেন মন্ডল (৭০) নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সন্ধ্যায় ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজিয়া সুলতানা উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামে এ অভিযান পরিচালনা করেন। আটককৃত আবুল হোসেন রাঙ্গামাটি গ্রামের মৃত জোয়ান মন্ডলের ছেলে।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা এ তথ্য নিশ্চিত করে জানান, আবুল হোসেন কাজিপুর উপজেলার হরিনাথপুর বাজারের একজন সার ও কীটনাশক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে তার নিজ বাড়িতে নিম্নমানের সার তৈরি করে বিভিন্ন নামি-দামি কোম্পানীর প্যাকেটে বাজারজাত করে আসছিল।
বিডি প্রতিদিন/হিমেল