গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ চত্বরে এ সম্মেলনের আয়োজন করা হয়।
টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইলিয়াস হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল বাশার খায়েরের সঞ্চালনায় আয়োজিত এ সম্মেলনে আগামী তিন বছরের জন্য পৌর আওয়ামী লীগের সভাপতি পদে শেখ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে ফোরকান বিশ্বাসকে নির্বাচিত করা হয়।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের, উপদেষ্টা মণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, শেখ হেলাল উদ্দিন (এমপি), যুগ্মসাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী আলহাজ্ব এড.শেখ মো: আব্দুল্লাহ, শেখ সালাউদ্দিন জুয়েল (এমপি), সাংগঠনিক সম্পাদক মির্জা আজম (এমপি), এসএম কামাল হোসেন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান প্রমুখ।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ