১৬ ফেব্রুয়ারি, ২০২০ ২১:২২

ঠাকুরগাঁওয়ে ‘মুক্তিযুদ্ধ অদম্য কর্ণার’ উদ্বোধন

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে ‘মুক্তিযুদ্ধ অদম্য কর্ণার’ উদ্বোধন

ঠাকুরগাঁও সদর উপজেলায় এই প্রথম রাজাগাঁও ইউনিয়নে ‘মুক্তিযুদ্ধ অদম্য কর্ণার’ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে রাজাগাঁও ইউনিয়ন পরিষদ চত্বরে ‘মুক্তিযুদ্ধ অদম্য কর্ণার’ এর উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম। 

উদ্বোধন শেষে রাজাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ। 

সরকারের এলজিএসপি-৩ প্রকল্পের অর্থায়নে ৫ লক্ষ টাকা ব্যয়ে রাজাগাঁও ইউনিয়নে মুক্তিযুদ্ধ অদম্য কর্ণারের নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের ঘটনাপ্রবাহ নতুন প্রজন্মের চেতনাবোধ জাগিয়ে তুলতে ‘মুক্তিযুদ্ধ অদম্য কর্ণার' নামের এই গ্যালারী নির্মাণ করা হয়েছে। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর