১৭ ফেব্রুয়ারি, ২০২০ ১৬:৪৯

পাঁচ টাকার ইনজেকশন ৫০ টাকা!

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

পাঁচ টাকার ইনজেকশন ৫০ টাকা!

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কের আমিন ফার্মেসীর বিরুদ্ধে পাঁচ টাকার ইনজেকশন ৫০ টাকায় বিক্রির অভিযোগ উঠেছে। পরে বিষয়টি জানাজানি হলে রোগীর স্বজনের কাছে বাড়তি টাকা ফেরত দেন ফার্মেসী মালিক ডা. জেড এম রওশন আমীন রতন। রবিবার রাতে হাসপাতালে ভর্তি এক রোগীর স্বজনের কাছে বাড়তি মূল্যে এ ইনজেকশন বিক্রি করা হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হওয়া শহরের ফার্মপাড়ার মো. শান্তি জানান, রবিবার রাতে হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী স্বজনরা হাসপাতাল সড়কের আমিন ফার্মেসী থেকে ৫০ টাকা দিয়ে এক পিস ইজিয়াম ইনজেকশন কিনে আনেন। পরে অন্য দোকানে খোঁজ নিলে জানা যায় ইনজেকশনের দাম মাত্র পাঁচ টাকা। বিষয়টি জানাজানি হলে ফার্মেসী মালিক বাড়তি টাকা ফেরত দিয়ে বিষয়টি কাউকে না জানানোর অনুরোধ করেন।

এ প্রসঙ্গে ফার্মেসী মালিক ডা. জেড এম রওশন আমীন রতন জানান, দোকানের কর্মচারী ভুলক্রমে ইনজেকশনের বাড়তি দাম নিয়েছিলো। পরে রোগীর স্বজনের কাছে বাড়তি টাকা ফেরত দেয়া হয়েছে।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর