নোয়াখালীর সুবর্ণচরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সুবর্ণচর উপজেলা মিলনায়তনের উপজেলা প্রশাসনের আয়োজনে ও প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়নে এটি অনুষ্ঠিত হয়।
সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার এ. এস. এম. ইবনুল হাসান ইভেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী। এছাড়া আরও উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল