শিরোনাম
১৭ ফেব্রুয়ারি, ২০২০ ২০:১৮

গাজীপুরে ৩টি অ‌বৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিল ভ্রাম্যমাণ আদালত

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরে ৩টি অ‌বৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিল ভ্রাম্যমাণ আদালত

গাজীপুরে অভিযান চালিয়ে ৩টি অ‌বৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সোমবার প‌রি‌বেশ অ‌ধিদপ্তরের ম‌নিট‌রিং এন্ড এন‌ফোর্স‌মেন্ট উইংয়ের নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট কাজী তামজীদ আহ‌মেদের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা ও জাতীয় বিশ্ববিদ্যালয় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উক্ত অভিযানে নতুন করে কার্যক্রম শুরু করা ৩টি অ‌বৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

এর মধ্যে গাছা এলাকার শাপলা ব্রিকস, পদ্মা ব্রিকস, ধিরপুর এলাকার বিবিসি স্টার ব্রিকস কে এস্কেভেটর মেশিনের সাহায্যে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় ও ফায়ার সার্ভিসের সহায়তায় ভাটার আগুন নিভিয়ে ইটভাটা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত চলাকা‌লে উপ‌স্থিত ছি‌লেন গাজীপুর প‌রি‌বেশ অ‌ধিদপ্ত‌রের উপ-প‌রিচালক মোঃ আব্দুস সালাম সরকার, রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন, প‌রিদর্শক শেখ মোজাহীদ ও দিলরুবা আক্তার। অভিযানে গাজীপুর ফায়ার সা‌র্ভিস, র‍্যাব-১ ও গাজীপুর মেট্রোপলিটন পু‌লিশের সদস্যরা সহযোগিতা করেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর