১৭ ফেব্রুয়ারি, ২০২০ ২২:৩৫

লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সে হিজড়াদের ভাংচুর

লাকসাম প্রতিনিধি:

লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সে হিজড়াদের ভাংচুর

কুমিল্লার লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে একদল হিজড়া হামলা চালিয়েছে। এসময় কর্তব্যরত চিকিৎসক কৌশলে স্থান ত্যাগ করলেও এটেনডেন্ট নার্স আবুল খায়ের আহত হয়েছেন। 

সোমবার এ ঘটনাটি ঘটে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল আলী জানান, সোমবার বিকালে কয়েকজন হিজড়া বিষ সেবনকারী জনৈক হিজড়া রোগীকে নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসেন। এসময় দায়িত্বরত চিকিৎসক ডা. শাহিনুর আক্তার পরীক্ষা শেষে এটেনডেন্ট নার্স মোঃ আবুল খায়ের ওই রোগীকে জিজড়াদের ওয়াশ করার পরামর্শ দিতেই তারা তার উপর ক্ষিপ্ত হয়ে হামলা করে। এসময় হিজড়ারা জরুরি বিভাগে ব্যাপক ভাংচুর চালায়। 

হিজড়ারা আবুল খায়েরের নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগে জানা যায়। হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি বিভাগে ভাংচুরের অভিযোগ এনে লাকসাম থানায় অভিযোগ দায়ের করেছে।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন বলেন, হামলার ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর