মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর মাধ্যমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বিদ্যালয়ের দুটি কক্ষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার ভোরের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, হঠাৎ করে চকশ্যামনগর মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষ থেকে আগুনের ধোঁয়া উঠতে দেখে। এর পরই আগুন পাশের কক্ষে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
বিডি-প্রতিদিন/মাহবুব