১৯ ফেব্রুয়ারি, ২০২০ ১৫:৪৭

টাঙ্গাইলে ফেনসিডিল উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে ফেনসিডিল উদ্ধার

টাঙ্গাইলের ভূঞাপুরে ৯৭৯ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার আটক করেছে পুলিশ। উপজেলার গোবিন্দাসী নৌঘাট থেকে এ ফেনসিডিল উদ্ধার করা হয়। গতকাল সকালে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ফেন্সিডিল বহনকারী একটি প্রাইভেটকারের (রাজ মেট্রো-ভ-০২-০০২৮) চালককে বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্বরে কর্তব্যরত পুলিশ সার্জেন্ট ওয়ালিদ সিগন্যাল দেন। 

এ সময় চালক সিগনাল অমান্য করে গাড়িটি বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ের চত্বর ঘুরিয়ে দ্রুত ভূঞাপুরের দিকে পালিয়ে যেতে চেষ্টা করেন। পুলিশ পিছু নিলে সিরাজকান্দি বাজারে ওই প্রাইভেটকারের চালক ব্যাটারি চালিত অটোরিক্সাকে ধাক্কা দিয়ে গোবিন্দাসীর খানুরবাড়ি যমুনা নদীর তীরে চলে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রাইভেটকার আটক করা গেলেও চালক পালিয়ে যান। আটককৃত প্রাইভেটকারে ফেন্সিডিলের বোতল পাওয়া যায়।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসলাম জানান, বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্বরে প্রাইভেটকারকে সিগনাল দেওয়া হয়। কিন্তু সিগনাল অমান্য করে চালক দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার সময় গোবিন্দাসী খানুরবাড়ি ঘাট থেকে কারটি আটক করা হয়। তবে চালক পালিয়ে যায়।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর