২২ ফেব্রুয়ারি, ২০২০ ২১:০২

পোনাবালিয়ায় শিব চতুর্দশীর মেলা সমাপ্ত

ঝালকাঠি প্রতিনিধি

পোনাবালিয়ায় শিব চতুর্দশীর মেলা সমাপ্ত

ঝালকাঠির পোনাবালীয়ার ঐতিহ্যবাহী শিবমন্দিরে শনিবার পুণ্যার্থীদের শিব দর্শন, মানত অনুযায়ী শিশুদের মাথার চুল ফেলা, ভক্তদের পুণ্যস্নান এবং ভৈরব ত্র্যম্বকেশ্বরের পূজার মধ্যদিয়ে শেষ হলো শিব চতুর্দশীর আনুষ্ঠানিকতা। শুক্রবার থেকেই হাজারো ভক্তের পদচারণায় মুখরিত ছিল মন্দির প্রাঙ্গণ ও তার আশপাশের এলাকা। 

শনিবার মেলা পরিদর্শন করেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী এবং অতিরিক্ত পুলিশ সুপার এমএম মাহমুদ হাসান। শিব চতুর্দ্দশী উপলক্ষে ২১ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে আজ শনিবার সন্ধ্যা ৭টা ৮ মিনিট পর্যন্ত দেশ বিদেশের হাজার হাজার পুণ্যার্থীরা শিব দর্শন করেছেন। 

এদিকে মেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক পুুলিশ মোতায়েন ছিল লক্ষ্যনীয়। এছাড়াও মন্দির ও মেলা প্রাঙ্গন সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হয়।   

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর