২৩ ফেব্রুয়ারি, ২০২০ ২১:৩৫

টঙ্গীতে আন্তর্জাতিক কারাতে সেমিনার

টঙ্গী প্রতিনিধি

টঙ্গীতে আন্তর্জাতিক কারাতে সেমিনার

গাজীপুর জেলার টঙ্গীর পাগাড় এলাকায় হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে আন্তর্জাতিক কারাতে প্রশিক্ষণ ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার জাপান কারাতে ফেডারেশনের চিফ রেফারি শিহান ইয়াসিতো সুজুকি এ কারাতে বিষয়ক দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন।

ইন্টারন্যাশনাল কারাতে ইউনিয়ন গাজীপুর জেলা শাখার সভাপতি  সৈয়দ আতিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আই. কে.ইউ.বি এর সাধারণ সম্পাদক সেনসি আব্দুল্লা আল মামুন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গীর সাবেক সভাপতি শেকানুল ইসলাম শাহী, নূর মোহাম্মদ খান উচ্চ বিদ্যালয়ের পরিচালক খালেদুর রহমান রাসেল প্রমুখ। 

প্রশিক্ষণ কর্মশালায় মিস্টার শিহান গেনসিরিউ কারাতের নানা বিষয়ের উপর আলোচনাসহ প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ কর্মশালায় হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলের কারাতে ক্লাবের ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন জাপান থেকে আগত জাপান গেনসিরিউ ফেডারেশনেরর প্রধান প্রশিক্ষক শিহান সুজুকি।

বিডি-প্রতিদিন/মাহবুব 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর