নেত্রকোনার মোহনগঞ্জ থানা থেকে প্রায় ২০০ গজ দূরে ব্যবসায়ী হাজী মো. শাহজাহান মিয়ার বাসা থেকে দুইটি মোটরসাইকেল চুরি হয়েছে।
চুরির ঘটনায় সোমবার দুপুরে মোহনগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন শাহজাহান মিয়ার ছেলে শাহীন মিয়া।
জিডিতে শাহজাহান মিয়ার ছেলে শাহীন মিয়া জানান, প্রতিদিনের ন্যায় আমার মোটরসাইকেল বাসার নিচ তলায় কলাপসিবল গেইটের ভেতরে তালাবদ্ধ ছিল। কিন্তু রবিবার দিবাগত রাতে বাসার মেইন গেইট ও কলাপসিবল গেইটের ৪টি তালা ভেঙে প্রায় ৪ লাখ ১৬ হাজার টাকা মূল্যের দু'টি মোটরসাইকেল চুরি হয়।
এ ব্যাপারে মোহনগঞ্জ থানার ওসি মো. শওকত আলী সত্যতা নিশ্চিত করে বলেন, এ পর্যন্ত তিনটি মোটরসাইকেল চুরি হয়েছে। এখন মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন