মাদারীপুরের শিবচরের যাদুয়ারচর এলাকার ইজিবাইক চালক ইকবাল বেপারীকে রবিবার সকালে রাজৈর উপজেলার একটি নির্জন এলাকা থেকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। গত শুক্রবার ইকবাল বেপারী শিবচর উপজেলার জেলখানা বাসস্ট্যান্ড থেকে শেখপুরের উদ্দেশ্যে যাত্রী নিতে গিয়ে নিখোঁজ হন। এ ঘটনায় শিবচর থানায় জিডি করেন তার স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয় ইকবাল বেপারী। শুক্রবার রাত ১১টার পর বাড়িতে ফিরে না আসায় দুশ্চিন্তায় পড়ে যায় পরিবারের লোকজন। অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে শিবচর থানায় সাধারণ ডায়েরী করেন পরিবারের লোকজন। রবিবার সকালে রাজৈর হাসপাতাল থেকে ফোন আসে ইকবাল বেপারী নামের ওই নিখোঁজ ইজিবাইক চালক রাজৈর হাসপাতালে ভর্তি রয়েছে। পরে পরিবারের লোকজন গিয়ে ইকবালকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ে। বর্তমানে ইকবাল বেপারী শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
ইকবাল বেপারী জানান, গত শুক্রবার রিজার্ভের কথা বলে একজন ব্যক্তি জেলখানা মোড় থেকে আমাকে শেখপুরের উদ্দেশ্যে নিয়ে যায়। শেখপুর ব্রীজের উপর গিয়ে সাদা একটি মাইক্রো গাড়ির পাশে গাড়ি থামাতে বলে। গাড়ির পাশে আমার ইজিবাইক থামানোর পর ভিতর থেকে একজন আমার মাথায় পিস্তল ঠেকিয়ে গাড়ির ভিতরে নিয়ে হাত পা বেধে ফেলে। আমার সামনে কি যেন একটা ঔষুধ বানিয়ে আমাকে জোর করে খাইয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে আমি অচেতন হয়ে পড়ি, তারপর আমার আর কিছু মনে নেই।
শিবচর থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, অপরাধী যত বড় চক্রই হোক, পুলিশের হাত থেকে রেহাই পাবে না তারা। পুলিশ তাদের আটকের জন্য কাজ শুরু করেছে।
বিডি প্রতিদিন/হিমেল