দিনাজপুরে কৃষক পর্যায়ে উচ্চ ফলনশীল, লেটব্রাইট প্রতিরোধক এবং পরিবর্তনশীল আবহাওয়া উপযোগউ উদ্ভাবিত নতুন জাতের আলুর পরীক্ষামূলক চাষ শুরু হয়েছে। লাল এবং সাদা রংয়ের ৫ ধরনের বারি আলু চাষ হচ্ছে।
বাংলাদেশ কৃষি গবেষইা ফাউন্ডেশন ও কন্দাল ফসল গবেষইা কেন্দ্রের অর্থায়নে দিনাজপুর কৃষি গবেষইা কেন্দ্রের সহযোগিতায় প্রথমবারের মত সদর উপজেলার বিভিন্ন এলাকায় পরীক্ষামূলক বারি ৩৫, ৩৬, ৩৭, ৪০ এবং ৪১ জাতের আলু চাষ হচ্ছে।
বৃহস্পতিবার কৃষি গবেষণা কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সদরের খামার কান্তবাগ গ্রামে আলুর মাঠ পরিদর্শন করেন। কৃষি কর্মকর্তারা উদ্ভাবিত নতুন জাতের এই আলুর উৎপাদনের সফলতা নিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন এবং পরামর্শ দেন।
পরে অয়োজিত মাঠ দিবসে বক্তব্য রাখেন প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রের সিএসও ড. মহি উদ্দিন, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সিএসও ড. আশিস কুমার সাহা এবং পিএসও ড. আল আমিন হোসেন তালুকদার প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন