টাঙ্গাইলে তিন দিনব্যাপী পঞ্চম বাংলা কবিতা উৎসব শেষ হয়েছে। বৃহস্পতিবার এই কবিতা উৎসব শেষ হয়। গত মঙ্গলবার সকালে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে সাধারণ গ্রন্থাগারের উদ্যোগে এ কবিতা উৎসব শুরু হয়।
ভারত থেকে আসা ৬০ জন কবি এবং বাংলাদেশের প্রায় চারশ কবি-লেখক তিন দিনব্যাপী বাংলা কবিতা উৎসবে অংশ নেন। দুই বাংলার কবি-লেখকদের মিলনমেলায় পরিণত হয়েছিল এ উৎসব। এবার কবি সম্মেলনে ভারতের দুজন কবি পুরস্কার পেয়েছেন। আব্দুল করিমখান স্মৃতি পুরস্কার পেয়েছেন ভারতের কবি ও সাহিত্যিক প্রভাত কুমার মুখোপধ্যায় ও পার্থ সারথি গায়েন মৃত্যুলোক-মৃত্যুশোক ও মৃত্যুঞ্জয় রবিন্দ্রনাথ প্রবন্ধগ্রন্থের জন্য ভাষা সৈনিক সোফিয়া খান স্মৃতি পুরস্কার পেয়েছেন।
পার্থ সারথি গায়েন বলেন, বাংলাদেশের মানুষ এত কবিতা শোনে তা ভাবতেই পারিনি। এটা একজন কবিকে অনুপ্রাণিত করে। এদেশের সংগঠক ও আয়োজকদের আতিথেয়তা বহুদিন মনে থাকবে। পশ্চিমবঙ্গের কবি অমৃত মাইতি, কবি মৃণাল বসুচৌধুরী, শ্যামলকান্তি দাস, কবি সুকুমার বাগচি, বিশিষ্ট শিশু সাহিত্যিক আলী ইমাম, কবি বুলবুল খান মাহবুব, জাহিদুল হক, কবি মাহবুব সাদিক এবং কবি মাকিদ হায়দারসহ অনেক কবি সম্মেলনে অংশ নেয়।
সদস্য সচিব কবি মাহমুদ কামাল বলেন, ভারত ছাড়াও সারাদেশ থেকে প্রায় চারশ কবি সম্মেলনে যোগ দেন। কবি সম্মেলন সম্মিলনে পরিণত হয়েছিল। সবার সহযোগিতায় সুষ্ঠু ও সুন্দরভাবে সম্মেলন শেষ হয়েছে। এছাড়া তিন দিনব্যাপী বইমেলায়ও প্রচুর বই বিক্রি হয়েছে বলে জানিয়েছে আয়োজক কমিটি।
বিডি প্রতিদিন/আল আমীন