“প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবসে ঠাকুরগাঁওয়ে এক ব্যতিক্রমী সাইকেল র্যালি বের করেছে স্কুলের ছাত্রীরা।
রবিবার ঠাকুরগাঁও মানবকল্যাণ পরিষদের উদ্যোগে বিডি হল চত্বর থেকে এ সাইকেল র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই স্থানে গিয়ে শেষ হয়। র্যালিতে প্রায় ২ হাজার শিক্ষার্থী অংশ নেয়।
র্যালিতে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিম ও পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান সাইকেল চালিয়ে অংশ নেয়।
এর আগে বিডি হল চত্বরে আলোচনা সভা হয়। সভায় ঠাকুরগাঁও সাবেক সংরতি মহিলা আসনের সাংসদ সদস্য সেলিনা জাহান লিটার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মনসুর আলী, বিউটি রাণী বিশ্বাস, রবিউল আজম প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন