প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে আন্তর্জাতিক নারী দিবস পলিত হয়েছে। রবিবার সকাল ১০টায় নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসকের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক তন্ময় দাস বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। নারীরা যাতে পুরুষের সাথে সমান তালে সর্বক্ষেত্রে এগিয়ে আসতে পারে সে ব্যাপারে পুরুষকে সহযোগিতা করার আহবান জানান।
আলোচনা সভায় বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক কামরুন নাহার, এন রাশের প্রধান নির্বাহী আবুল হাশেম, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মো. মেহেদী হাসান প্রমুখ। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন, এনআরডিএসের নির্বাহী প্রধান আব্দুল আউয়াল প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন