“প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এই শ্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে রবিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটির আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। উপজেলা চত্ত্বর থেকে সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার,শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, সাংবাদিক ইমারত হোসেন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য, বিভিন্ন এলাকার নার নেত্রী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিক বৃন্দ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন