ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। পৌর মেয়র নায়ার কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খান, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। অনুষ্ঠানের বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বর্তমানে সময়ে নারীদের অধিকার আগের তুলনায় অনেক বেশী সুরক্ষিত। নারীরাও বিভিন্ন ক্ষেত্রে তাদের কৃতিত্ব গৌরবের সাথে তুলে ধরছে। নারী হল মা, কন্যা, বোন, স্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে নারীর প্রতি সমমর্যাদার আহবান জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার