‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’- এ স্লোগানকে প্রতিপাদ্য করে সারাদেশের ন্যায় কুমিল্লার লাকসামে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার লাকসাম উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়, পৌরসভা সহ বিভিন্ন এনজিও ও নারী সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, র্যালি ও পুরস্কার বিতরণ।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে লাকসাম উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম সাইফুল আলম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা, সহকারি কমিশনার (ভূমি) উজালা রাণী চাকমা, সমাজসেবা অফিসার উপন্যাস চন্দ্র দাশ, মহিলা বিষয়ক কার্যালয়ের কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন প্রমূখ। আলোচনা সভার পূর্বে একটি র্যালি বের হয়।
এদিকে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে লাকসাম পৌরসভার উদ্যোগে র্যালির নেতৃত্ব দেন পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের। পৌরসভা শিশু ও নারী ফোরামের স্থায়ী কমিটির সভাপতি ও মহিলা কাউন্সিলর নাছিমা সুলতানার সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর মোঃ ওমর আলী, মোহাম্মদ উল্লাহ, শাহজাহান মজুমদার, সালমা আক্তার সুমি, মোশফেকা আলম মিতা, পৌর হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ আখতার হোসেন মানু প্রমুখ। র্যালি শেষে পৌরসভা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও, লাকসাম উপজেলার অধীন বিভিন্ন এনজিও, নারী সংগঠন ও পেশাজীবি সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন