রংপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। জেলার বিভিন্ন স্থানে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। রবিবার সকালে দিবসটি উপলক্ষে রংপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা ও বেসরকারি উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন সংগঠনের নারী উদ্যোক্তারা অংশ নেন।
দুপুরে রংপুর টাউন হল মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। রংপুরের মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কাওসার পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আসিব আহসান। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় প্রমুখ।
এদিকে দিবসটি উপলক্ষে দুপুরে নগরীর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বাল্য বিয়ে রোধ, নারী ও শিশু নির্যাতনসহ সকল প্রকার বৈষম্য দূরীকরণে সচেতনতামূলক একটি মানববন্ধন করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন