সংগঠন পরিপন্থী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম ও সাধারণ সম্পাদক মো: রকিবুজ্জামান পলাশ গত ৭ মার্চ স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
জেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো: সাজ্জাদ হোসেন ববির বিরুদ্ধে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা থাকা এবং কলেজের একাদশ শ্রেণিতে ভর্তির প্রলোভন দেখিয়ে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অর্থ আত্মসাৎ ও সংগঠন পরিপন্থী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগ পাওয়ায় এবং সাধারণ সম্পাদক মো: জোবায়ের হোসেন মানিক নিয়মিত ছাত্রত্বের প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
নতুন কমিটি গঠনের লক্ষ্যে পদ-প্রত্যাশীদের আগামি ১০মার্চের মধ্যে জেলা ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদকের নিকট জীবনবৃত্তান্ত প্রদানের জন্য বলা হয়েছে। প্রকৃত যোগ্য ও সৎ ছাত্র-ছাত্রীদের নিয়ে দ্রুতই নতুন কমিটি গঠন করা হবে বলে তারা জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন