প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে অস্বীকার করার ঘটনায় স্বামীর বিরুদ্ধে মামলা করায় স্ত্রীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে রবিবার দুপুরে ভোলার চরফ্যাশন প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলন করেন সালমা বেগম। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, বোরহানউদ্দিন নির্বাচন অফিসের সহকারী লোকমান হোসেন গতবছর চরফ্যাশন নির্বাচন অফিসে চাকরি করার সময় আমার জাতীয় পরিচয় পত্র সংশোধনের সময়ে তার শরণাপন্ন হই। তিনি আমার প্রয়োজনীয় কাগজপত্র জমা রেখে আমার ফোন নাম্বার নেন।
এরপর প্রায়ই তিনি আমার সঙ্গে ফোনে কথা বলতেন। আমাকে প্রেমের প্রস্তাব দেন। আমার আগে একটি বিয়ে হয়েছে, মেয়ে আছে জানালেও তিনি আমাকে বিয়ের প্রস্তাব দেন। একপর্যায়ে আমি রাজি হলে ২০১৯ সালে আমাকে ঢাকার শ্যামলীতে তার একবন্ধুর বাসায় নিয়ে আমাকে বিয়ে করেন। পরে আইডি সংশোধন হলে কাবিন রেজিস্ট্রি হবে। এরপর তার সাথে বিভিন্ন জায়গায় হানিমুনে যাই। তার মোবাইলে আমাদের ঘনিষ্ঠ ছবি ছিলো। পরে আইডি সংশোধন হলে কাবিননামা করার ব্যাপারে বললে খারাপ আচরণ করতেন। প্রায়ই মারধর করার পর আমি আমার বাবার বাড়ি চলে আসি। তিনি আমার অন্তরঙ্গ ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেন।
আমি নিরুপায় হয়ে ভোলায় নারী ও শিশু নির্যাতন দমন আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করি। মামলা করায় লোকমান আমাকে বিভিন্নভাবে হুমকি প্রদর্শন করছে।
এদিকে শনিবার লোকমান চরফ্যাশন প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সালমার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করে বলেন, তার সাথে আমার বিয়ে হয়নি। কাবিন ছাড়া বিয়ের বৈধতা হয়না। আমি তার ষড়যন্ত্রের ফাঁদে পড়েছি।
বিডি প্রতিদিন/আল আমীন