আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় ১০০ নারীকে বিনামূল্যে চোখের চিকিৎসা ও চশমা প্রদান করা হয়েছে।
রবিবার খানসামার পাকেরহাট ব্র্যাক ভিশন সেন্টারের উদ্যোগে কাতার ক্রিয়েটিভ ভিশন ও অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় দিনব্যাপী নারীদের বিনামূল্যে চোখের পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের প্রয়োজনীয় ঔষধ ও চশমা প্রদান করা হয়।
ব্র্যাক ভিশনের দিনাজপুর জেলা এরিয়া ম্যানেজার মো. রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, সমাজে অনেক অসহায় লোক টাকার অভাবে ভালোভাবে নিজেদের চিকিৎসা করাতে পারে না। তারা দিনের পর দিন কষ্ট করে। আমরা চাই না, কেউ বিনা চিকিৎসায় অন্ধ হয়ে যাক। তাই বছরের বিজয় দিবস, স্বাধীনতা দিবস, দৃষ্টি দিবস, নারী দিবস ও শিশু দিবসসহ বিশেষ দিনগুলোতে ব্যাপক প্রচারের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে এ চিকিৎসা সেবা প্রদান করছি।
এর আগে সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় পাকেরহাট ব্র্যাক ভিশন সেন্টারের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ অংশগ্রহণ করে।
বিডি প্রতিদিন/আল আমীন