গোবিন্দগঞ্জের সাঁওতাল সম্প্রদায় নিজস্ব ঐতিহ্যে নেচে-গেয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে।
রবিবার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য র্যালিকে সাঁওতাল নারীরা তাদের ঐতিহ্যবাহী পোশাক, বাদ্যযন্ত্র নিয়ে নাচ ও গানে মাতিয়ে রাখে। সাঁওতালদের সংগঠন অবলম্বন দিবসটি পালনে সহযোগিতা করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেবুন নেছা, উপজেলা ভাইস চেয়ারম্যান শাকিলা বেগম, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মেহেদী হাসান, শাহানা আকতার, দিপ্তী মুর্মু প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন