দীর্ঘদিন ধরে বেহাল কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাস স্ট্যান্ড থেকে হোমনা সড়ক। প্রায় অর্ধ যুগ ধরে ভেঙ্গে পড়ে আছে এই গুরুত্বপূর্ণ সড়কটি। বেশি খারাপ দুই কিলোমিটার সড়ক। দুই কিলোমিটার সড়কের দুর্ভোগে পড়ছেন ছয় উপজেলার যাত্রীরা। এই সড়ক দিয়ে কুমিল্লার দাউদকান্দি,তিতাস,মেঘনা,হোমনা, মুরাদনগর ও ব্রাহ্মণবাড়িয়ার ব্রাঞ্ছারামপুরের যাত্রীরা চলাচল করে। বেশি দুরাবস্থা গৌরিপুর বাজারের দেড় কিলোমিটার ও তিতাস উপজেলার বাতাকান্দি বাজারের আধা কিলোমিটারের। ব্যবসায়ী ও যাত্রীদের প্রশ্ন এই দুর্ভোগ আর কত বছর চলবে?
সরেজমিন গিয়ে দেখা যায়, জেলার উল্লেখযোগ্য বাণিজ্যিক কেন্দ্র গৌরিপুর বাজার। বাজারের কোথাও কোথাও পিচ উঠে দুই ফুটের মতো গর্ত হয়েছে। এখানে গ্রীষ্মে বালি উড়ে। বর্ষায় সড়কের কাদায় গাড়ি আটকে থাকে। এই সড়ক মেরামতে কর্তৃপক্ষের নজর নেই।
গৌরিপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নোমান মিয়া সরকার বলেন, সড়কের দুরাবস্থার কারণে ব্যবসায়ী ও ক্রেতাদের দুর্ভোগের শেষ নেই। সড়কটি দ্রুত সংস্কার প্রয়োজন।
সড়ক ও জনপথ বিভাগ গৌরিপুরের উপ-সহকারী প্রকৌশলী মো. রমিজ উদ্দিন বলেন, সড়কটির দুই কিলোমিটার এলাকা সংস্কারে টেন্ডার ও ওয়ার্ক অর্ডার হয়ে গেছে। আশা করছি দ্রুত কাজ শুরু হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার